বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ২৫ বছরের অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাতে কবাই ইউনিয়নে চরলক্ষ্মীপাশা গ্রামের পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এরআগে বিকেলে স্থানীয়রা গলাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশের ধারণা শুক্রবার (৩ জুলাই) যে কোনও সময় ওই যুবককে গলা কেটে হত্যা করে ওইস্থানে ফেলে রাখা হয়। উদ্ধার হওয়া মরদেহের পাশে ২-৩ কেজি আম ও মাছ ধরার চাই পাওয়া গেছে।
বাকেরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. মোমিন জানান, লুঙ্গি ও জামা পড়া অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যুবককে ধারালো কিছু দিয়ে গলাকেটে চরের ঝোপে ফেলে রাখা হয়। ধারণা করা হচ্ছে ঘাতকরা ওই স্থানে যুবককে এনে গলাকেটে ফেলে রেখে যায়। আর বিভিন্ন আলামতে অনুমান করা হচ্ছে শুক্রবার যে কোনও সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
মরদেহের ময়নাতদন্ত করার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে, পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।