সোমবার, ২৮ Jul ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আধঘন্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে একজন এবং দুপুর আড়াইটার দিকে আরও একজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ।
হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে মারা যাওয়া ৫০ বছরের এক নারী, যার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের বাসিন্দা। সে সকাল ১০ টায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে মারা যাওয়া ৫৫ বছরের পুরুষ ব্যক্তির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাতিলা এলাকার বাসিন্দা। সে বেলা ১১ টা ২৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।
ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন।