শনিবার, ২৬ Jul ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
বরিশালে নিত্যপন্যের দাম উর্ধ্বমূখী

বরিশালে নিত্যপন্যের দাম উর্ধ্বমূখী

Sharing is caring!

করোনায় সিয়াম সাধনার ১৭তম দিনে নিত্য প্রয়োজনীয় পন্যমূল্য বেড়েছে। মাত্র ১৫ দিনের মধ্যে ব্রয়লার মুরগী দ্বিগুন বেড়ে এখন ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। উঠানামা করছে ডিমের দামও। ২/ ১ দিনের মধ্যে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হওয়া শসা সোমবার ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে।

এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে শাকসবজির দাম কমার কথা বিক্রেতারা দাবি করলেও ক্রেতারা বলছে দাম কমেনি, উল্টো টমেটোর মূল্য বেড়েছে। সোমবার বরিশাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, রমজান শুরুর আগ পর্যন্ত নগরীতে ব্রয়লার মুরগী ৮০ টাকা বিক্রি হয়েছে। এরপর ধীরে ধীরে তা বেড়ে সপ্তাহের ব্যবধানে তা ১৩০ থেকের১৩৫ টাকা দাঁড়ায়। গত সপ্তাহ পর্যন্ত দাম স্থিতিশীল থাকলেও মাত্র ৩ দিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৬০ টাকা। বিক্রেতারা মূল্য বৃদ্ধির যৌক্তিক কোন কারণ বলতে না পারলেও তারা দাবি করছে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ায় মূল্য কিছুটা বেড়েছে। এদিকে তরিতরকারির বাজারে মূল্য বৃদ্ধি না হয়ে আরো কিছুটা কমেছে বলে দাবি করেছে খুচরা সবজি বিক্রেতারা। তাদের দাবি রমজানের শুরুতে এক কেজি বেগুন ৮০ টাকা দরে বিক্রি হতো। কিন্তু এখন তা ৩০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্যরা তরিতরকারির মূল্যও স্বাভাবিক রয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, সবজির মূল্য আগের মতোই আছর। বরঞ্চ দুদিন আগে ৫ থেকে ১০টাকা দরে বিক্রি হওয়া শসা আজ ১৫ থেকে ২০ টাকায় এবং ২০ টাকার টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে টিসিবিতে ২৫ টাকা দরে পিয়াজ ২৫ টাকা দরে বিক্রি শুরু হলেও এখনো বাজারে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি হচ্ছে।

source : hello barishal

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD