শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বরগুনা করেসপন্ডেন্ট জামাল মীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক পন্থা অবলম্বন করে মানুষকে হয়রানি ও অসদাচরণের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলানিউজ কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্ত বুধবার (৬ মে) রাত থেকেই কার্যকর করা হয়েছে।
বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জামাল মীর ব্যক্তিগত স্বার্থে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এর কোনো দায় বাংলানিউজ নেবে না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ তার ব্যক্তিগত। এর কোনো অংশের সঙ্গে বাংলানিউজ কোনোভাবে যুক্ত নয়।
যে ধরনের কর্মকাণ্ডের জন্য জামাল মীরের বিরুদ্ধে মামলা হয়েছে, এ ধরনের কোনো কাজের দায়িত্ব বাংলানিউজ তাকে কখনোই দেয়নি।
বাংলানিউজ কোনো অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কাউকে হেয় করা কোনো কর্মকাণ্ডকেও সমর্থন করে না।
বাংলানিউজ সংক্রান্ত যে কোনো বিষয়ে জামাল মীরের সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ করলে তার দায় বাংলানিউজ কর্তৃপক্ষ নেবে না।