বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
বরিশালে নতুন করে আরো ০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৯ জনে। পাশাপাশি জেলায় সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ২৬জন।
আজ বুধবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখান থেকে জানানো হয়, বুধবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১ জন নার্স ও বরিশাল সদর উপজেলার ২ ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এছাড়া একজন ব্যক্তি সুস্থ হয়েছে এই জেলা থেকে।
১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৫ জন, উজিরপুর ও গৌরনদী উপজেলার প্রত্যেকটিতে ০৪ জন, হিজলা উপজেলায় ০৩ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।