বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম রোধ, মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে বরিশালে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন।
এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা করছেন।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, করোনা পরিস্থিতির প্রথম দিন থেকে রোববাব (৩ মে) পর্যন্ত বরিশাল জেলায় মোট ২২১টি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা করায় ৩৬৩ জন ব্যক্তি ও মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪৪০টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৩ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১৪ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়াসহ তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
source : banglanews24