শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
বরিশালে করোনার ক্রান্তিকালে শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে।
শুক্রবার সকাল দশটায় অশি^নী কুমার হলের সামনের সড়কে তাদের কর্মসূচি পালন করে।
এখানে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আকম মিজানুর রহমান বলেন, পার্টির নির্দেশনা অনুযায়ী তারা এবারের কর্মসূচি সংক্ষেপিত করেছেন।
তারা দাবী করেন, করোনার দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমজীবী মানুষ, এজন্য তাদের কাজ বন্ধ থাকায় রেশনিং ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র পৃথক ভাবে দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে।