বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে এক নারী (২৫) রোগীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয়।
ওই নারীর বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।
জানা গেছে, এই নারী ২৫ তারিখ লেবার ওয়ার্ডে ভর্তি হয়। সেখান থেকে ২৬ তারিখ মেডিসিন ওয়ার্ডে এবং ২৮ তারিখ করোনায় ইউনিটে প্রেরণ করেন চিকিৎসকরা। এরপর আজ তার মৃত্যু হয়।