বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নমুনা সংগ্রহকারী বিভূতিভূষণের সহায়তায় থাকা করোনা যোদ্ধা অফিস সহায়ক আব্দুল্লাহ আল বায়জিদকে শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন।এছাড়াও তাকে উপহার সামগ্রীও দেয়া প্রশাসনের পক্ষ থেকে।
বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার কাছে এই উপহার সামগ্রী পাঠান এবং বায়জিদের সাফল্যও কামনা করেন তিনি।
আব্দুল্লাহ আল বায়জীদ জানান, জেলা প্রশাসন থেকে দেয়া এই উপহার সামগ্রী আমাকে আরো উৎসাহ জুগিয়েছে। আমি মানুষের সেবায় কাজ করার ব্রত নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক করোনা রোগীদের সেবায় কাজ করছি। যতদিন আমাকে এখানে রাখা হবে ততদিনই কাজ করে যাবো।