বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন।
বুধবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মহীন খেটে খাওয়া ছোট বড়ো লঞ্চের ৭০ জন কলম্যানকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, বরিশাল সদর উপজেলার পিআইও কামরুজ্জামান, ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরনসহ আরো অনেকে।
এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, সাবান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।