মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিৎ, অপ্রয়োজনীয় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা ও পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় দ্রব্য মূল্য বেশি রাখা ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে আরএফএল কোম্পানির এতটি শো-রুমসহ তিন প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হোসেন এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য কর্মকর্তা) সৈয়দ এনামুল হক।
এদিকে মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে রোগ সংক্রমন আইন অনুযায়ী নগরীর লাইন রোডে আর.এফ.এল কোম্পানির একটি শোরুম কে ২০ হাজার টাকা ও একই স্থানে ইলেকট্রনিক দোকানে হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অতিরিক্ত মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রির অপরাধে নগরীর চকেরপুল এলাতায় হাদি জাহাঙ্গীর স্টোরস নামক এক ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমনকি তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়াও নগরীর কাঠপট্টি, লাইন রোড, পিয়াজপট্টি, চকেরপুল, বাজার রোড, নাজিরের পুল ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এর নেতৃত্বাধীন টিম।