শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন।। শ্রমিক দল নেতা গ্রেফতার বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু পানি উন্নয়ন বোর্ড শ্রমিকনেতা আবুল কাশেম চৌধুরীর জন্য দোয়া মুনাজাত সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি জুলাই যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন বাউফলের হৃদয় বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল প্রখ্যাত শ্রমিকনেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়ার আয়োজন কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের কর্মশালা
বরগুনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন করোনা রোগী

বরগুনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন করোনা রোগী

Sharing is caring!

বরগুনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার দুপুরে ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া গ্রামের রাব্বী ও বুড়িরচরের মাইঠা গ্রামের আমির হোসেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

রাব্বী মোংলা থেকে করোনা নিয়ে বাড়ি এসেছিলেন। অসুস্থ অবস্থায় গত ১১ এপ্রিল তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় ১৭ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসা শেষে পরপর ২ বারের পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

রাব্বীর সঙ্গে তার স্ত্রীকেও জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। রোববার স্বামী-স্ত্রী দু’জনই একত্রে বাড়ি গিয়েছেন।

আমির হোসেন অসুস্থ হয়ে বাড়ি এসেছেন ঢাকা থেকে। তিনিও রোববার বাড়ি ফিরেছেন। তবে তার বাবা করোনা রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত ২৩ এপ্রিল রায়ভোগের সেলিম তালুকদার ও আঙ্গারপাড়ার হিরন খান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ২ জনের দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তারা হচ্ছেন, বামনা প্রেস ক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলাল ও বরগুনা কেজি স্কুল সড়কের আবুল বাশার। প্রথমবারের পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, আবারও তাদের নমুনা পাঠানো হয়েছে। তৃতীয়বার করোনা নেগেটিভ আসলে তাদের সুস্থ ঘোষণা করা হবে।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় এখন পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ৪ জন। বাকিরা চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD