মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৫নং ওয়ার্ডবাসীর মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম।
শনিবার দুপুরে সংশ্লিষ্ট ওয়ার্ডস্থ নিজ বাসভবনে ইমাম-মুয়াজ্জিন সহ ৫ শতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী বিতরন করেন তিনি।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর খাদ্য বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন জানান, ইতিপূর্বে বরিশাল সদর উপজেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। হটলাইনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হয়েছে।
শনিবার বিতরনকালে আওয়ামী লীগ নেতা ও বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্যবিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস এ আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে আমি ঘরে অবস্থান নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছি। তাদেরকে ইতিমধ্যেই এ ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাক্স পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে যারা খেতে পারে না অসহায় তারা আমাকে অবহিত করলেই ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি হটলাইনে ফোন পেয়ে খাবার পৌছে দেয়ার পাশপাশি বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছি।
এছাড়াও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫ রোগীর মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।