মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
৬ষ্ঠ বারের মতো করোনা প্রতিরোধে স্বাস্থ্য সামগ্রী বিতরণে প্রস্তুত বিএমপি। ডিউটি পালনে বাহির এবং ব্যারাকে প্রবেশের পূর্বে বিএমপির প্রতিটি সদস্য জীবাণু নাশক স্প্রে কক্ষ হয়ে যেতে হচ্ছে ।
শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান কর্তৃক প্রদত্ত করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ সহ করোনা প্রতিরোধ যুদ্ধে করণীয় ও বর্জনীয় সচেতনতা মূলক নির্দেশনায় বিএমপি পরিবার করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সঠিক ব্যবহারে নিজেকে সুরক্ষিত রেখে অন্যের নিরাপত্তা ব্যবস্থায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মিডিয়া সেল থেকে জানানো হয়।
বিএমপি কমিশনারের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত ও নির্দেশনা তথা তদারকি কার্যক্রমে বিএমপি নিজেকে সুরক্ষিত রেখে আরও বেগবান হয়ে কাজ করতে সহায়ক ভূমিকা রেখেছেন বলে জানানো হয়েছে মিডিয়া সেল থেকে।