সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
বরিশালে করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সভা হয়েছে।
রোববার বেলা সোয়া এগারোটায় নগরীর ফকিরবাড়ী রোডের একটি বিদ্যালয়ে সমাজতান্ত্রিক দল বাসদ এই সভার আয়োজন করে।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা যখন চীনে শুরু হয়েছে তখন থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি। ১৮ মার্চ করোনা পরিস্থতির ভয়াবহতা ও শেরেবাংলা মেডিকেল প্রস্তুতের জন্য বলার পাশাপাশি সচেতনা মূলক প্রচারণা থেকে শুরু করে ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা দিয়ে আসছি। তবে এককের চেয়ে সমন্বিত উদ্যোগ হলে ভালো হয়। তাই আজকের রাজনৈতি, সামাজিক ও সাংস্কৃতিক ত্রিশটি সংগঠনের মধ্যে ১৫ টি সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করোনায় সামনের অর্থনৈতিক মন্দার দিনগুলো কিভাবে পাড় হবে এ নিয়ে আজকের সভা।
এই উদ্যোগকে সাধুবাদ জানায় সমন্বয় সভায় উপস্থিত জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। তিনি বলেন, জাতীয় দুর্যোগে অতীতেও এমন সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কাজ হয়েছে।