সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের সকল হাট ও বাজার গুলো পার্শ্ববর্তী স্কুলের মাঠে বা খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার।
এরই মধ্যে বরিশালে সব ধরনের হাট ও বাজার নিকটবর্তী খোলা মাঠে স্থানান্তরের কার্যক্রম শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন এস এম অজিয়র রহমান। জেলার দশটি উপজেলায় এ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক জানান, প্রচলিত বাজারে অনেক সময় ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেনা। তাই হাট ও বাজার গুলোকে খোলা মাঠে হলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব। এতে করোনা ভাইরাস ছড়ানোর আশংকা থাকে না। তিনি এক এলাকা বা ওয়ার্ডের লোকজনকে কেনাকাটার জন্য অন্য এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
বৃহস্পতিবার কাউনিয়া ব্রাঞ্চ রোড পুলিশ সেকশন মাঠ ও শুকতারা খেলাঘর মাঠে তিন ফিট দূরত্ব রেখে কাঁচা বাজার ও মাছের বাজার বসেছে।