সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে গরীব ও দু:স্থদের মাঝে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেলা শাখা।
আজ রবিবার জেলা প্রশাসনের উদ্যেগে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নগরীর অশ্বিনী কুমার হলের সামনে খেটে খাওয়া মানুষ ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী।
এসম মনীষা বলেন, সরকারি নির্দেশনার কারণে দিনমজুরদের ঘরে থাকতে হচ্ছে। অনেকে না খেয়ে রয়েছে। তাদের জন্য আমরা এক মুঠো চাল সংগ্রহ অভিযান শুরু করি এবং তা থেকেই আজ দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া আগামীকালও বরিশালে খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হবে বলে জানান তিনি।