শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
বরিশালে করোনা সন্দেহে দুই যুবককে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর তাদের ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ৮নং ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিট্পোঠানো হয়। সে ঢাকা থেকে বরিশালে এসেছে।
অপরদিকে রাত ৯টায় বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) জ্বর, গলাব্যাথা ও কাশির জন্য জরুরী বিভাগে আসলে তাকেও করোনা ইউনিটে ভর্তি করা হয়।
তাদের দুজনকেই সন্দেহভাজন হিসেবে করোনা ইউনিটে রাখা হয়েছে।