বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
ফরাজী মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব বলেছেন, কলাপাড়া থেকে কিছু নিতে নির্বাচনে আসি নাই, এ অঞ্চলকে দিতে এসেছি। মানুষ ক্ষমতায় গেলে কি প্রয়োজন হয়? গাড়ি, বাড়ি আর টাকা। আল্লাহর রহমতে আমার সব আছে। আমার দুই সন্তান, তারা বিদেশে লেখাপড়া করছে। আপনারা জানেন আমার ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ আমরা এ এলাকার মানুষের অনেক উপকার করেছি। বেকারদের চাকুরি দিয়েছি, হতদরিদ্রদের সহযোগিতা করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে আরও সহযোগিতা করব। শুক্রবার বেলা সাড়ে চারটায় কলাপাড়া উপজেলা আ.লীগ কার্যালয়ে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য গনমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন ও কাজের গতিশীলতা বাড়ানোর জন্য শাহজালাল ইসলামী ইসলামী বাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
এসময় মুহিব আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আজ থেকে আট মাস পূর্বে শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার কথা বলেছিল আজ তা পূর্ন হল। গনমাধ্যমকর্মীরা সমাজের দর্পন। উন্নয়নের ধারক ও বাহক। দেশের উন্নয় এবং এলাকার উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন বলে আশা করি।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহসিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান টিটো, কলাপাড়া পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্য নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক উত্তম কুমার হাওলাদার, প্রচার সম্পাদক ফরাজী মো.ইমরানসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।