বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
বরিশালে এলএলবি প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে সাংবিধানিক আইন বিষয়ে পরীক্ষা চলাকালীন সময় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, সাংবিধানিক আইন বিষয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০ অনুযায়ী ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সাংবিধানিক আইন বিষয়ের পরীক্ষায় মোট ৭০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।