শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৯ রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে ও বিকালে নগরীর বাটার গলি ও রুপাতলী এলাকায় এই অভিযান পরিচালনা করে এসআই রেহান উদ্দিন।
আটককৃতরা হলো- বাটার গলি এলাকা থেকে মনির সরদার, আঃ রশিদ খান, আজাহার মোল্লা, হাবিবুর রহমান খান, জামাল নিগাবান, রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহীন মৃধা, তপন দাস, স্বপন হাওলাদার ও নূর ইসলাম।
আটককৃতরা সকলেই বরিশাল জেলার বাসিন্দা।
শনিবার বিকালে এক বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আটককৃতরা গ্রাম থেকে আসা রোগীদের ভুল বুঝিয়ে প্রতারণা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।