শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
বরিশাল নগরের কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারনা চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চৌরীবাড়ি এলাকায় হরবিলাস বালা (৩০), তার স্ত্রী বিনা বালা (২৫) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার সঞ্জয় মন্ডল (২১) ও প্রান কৃষ্ণ মন্ডল (২০)
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত কেরেছন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় স্থানীয় একটি মসজিদের খাদেম বিকাশে প্রতারনার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলা করেন।
পরে সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে ওই ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তাৎক্ষনিক সুরমা থানার পুলিশের কর্মকর্তা বেতার যন্ত্রের মাধ্যমে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলমের তত্ত্বাবধায়নে থানা পুলিশ অভিযানে নেমে কাউনিয়া এলাকার ওই বিকাশ এজেন্টের সহযোগিতায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের অবস্থান নিশ্চিত করা হয়। পরবরতীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালা সদস্যদের আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়েছে।
আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।