শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে খুন ও ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮।
গ্রেফতারকৃতরা হল মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া গ্রামের মৃত কাঞ্চন দেওয়ানের ছেলে নান্নু দেওয়ান (৩২) ও একই গ্রামের আব্দুর রব দেওয়ানের ছেলে জলিল দেওয়ান (৩০)।
তাদের বিরুদ্ধে ৩টি করে খুন ও ডাকাতির মামলা রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দড়িচর খাজুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।