শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
এরআগে বিকেলে ডিবির এসআই মোঃ খায়রুল আলম তার টিম নিয়ে এয়ারপোর্ট মোড়স্থ এলাকায় এ অভিযান চালায়। অভিযানে আটককৃতরা হলো, বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মালেক সিকদারের ছেলে মোঃ মাসুদ রানা টিপু (২৭) ও তার সহযোগী পিরোজুপুরে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মোঃ শামীম মোল্লা (২৫)।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই মোঃ খায়রুল আলম।