বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
বরিশাল নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ৭ পতিতা, ৬ খদ্দেরসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে কোতায়ালি মডেল থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি’র নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআই মহিউদ্দিন জানান, নগরের চকবাজার এলাকার হোটেল পাতারহাটে অভিযান চালিয়ে মোট ১৫ জনকে আটক করা হয়। যারমধ্যে ২ জন হোটেল ম্যানেজার, ৭ জন পতিতা ও ৬ জন খদ্দের রয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।