বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
জাতীয় দৈনিক কালের কন্ঠের বরিশাল ব্যুরো স্টাফ রিপোর্টার ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সদস্য মইনুল ইসলাম সবুজের পিতা আব্দুল মন্নান (৭৭) ইন্তেকাল করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার জানাযার নামাজ জোহর নামাজ বাদ বানারীপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এবং ২য় জানাযার নামাজ আছর নামাজ বাদ তার নিজ বাড়ী অলিয়ার বাড়ী অনুষ্ঠিত হবে।
তার এ মৃত্যুতে এক শোকবার্তায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও শোক প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন বরিশাল।