শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
জানুয়ারিতে ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার

জানুয়ারিতে ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কানট্রিজ (ওপেক) থেকে বেরিয়ে যাচ্ছে কাতার। আগামী বছরের ১ জানুয়ারি ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে দেশটি।

সোমবার (৩ ডিসেম্বর) এমন সিদ্ধান্তের কথা জানান দেশটির জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি।

সংবাদ সম্মেলনে কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, আমরা এখন প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও রফতানি আরও বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বছরগুলোতে আমরা গ্যাসের উৎপাদন ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ১১০ টনে নিতে চাই।

এছাড়া দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম এ বিষয়ে টুইট করেছে। তাতে বলা হয়েছে, ১ জানুয়ারিতে তারা ওপেক ত্যাগ করছে।

আগামী ৬ ডিসেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন ওপেক সম্মেলনের আগে কাতারের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসলো।

তেল রফতানিকারক শীর্ষ ১৫টি দেশ নিয়ে ওপেক গঠিত। ১৯৬১ সালে ওপেকের সদস্য হয়েছিল কাতার।

তেল রফতানিকারক দেশগুলোর মধ্য থেকে কাতারই প্রথম ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো।

বিশ্বে মোট যে পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানি হয় তার মধ্যে কাতার একাই সরবরাহ করে মোট চাহিদার শতকরা প্রায় ৩০ ভাগ। তবে ওপেক শুধু অশোধিত তেলের উত্তোলন দেখাশোনা করে। সৌদি ও ইরাক এক্ষেত্রে তেল উৎপাদনকারী সবচেয়ে বড় দেশ।

ওপেকের মূল নেতৃত্বও রয়েছে সৌদি আরবের হাতে। সৌদিসহ প্রতিবেশী আরও কয়েকটি দেশ প্রায় দেড় বছর ধরে কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর প্রতিক্রিয়ায় কাতার তার গ্যাস উত্তোলন বৃদ্ধি করেছে।

দেশগুলো মনে করছেন, তাদের তুলনায় এই খাতে কাতারের অবদান ছিল সামান্য। ওপেকভুক্ত সদস্যরা প্রতিদিন ২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। সেখানে কাতার প্রতিদিন উত্তোলন করে প্রায় ৬ লাখ ব্যারেল।

দুবাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কমর এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন মিলস বলেন, কাতার তেল উৎপাদনে ক্ষুদ্র একটি দেশ। তাদের এই সিদ্ধান্ত বড় করে দেখার কিছু নেই। তবে বিষয়টি ওপেকের জন্য দুঃখজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD