বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬ জুতা চোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে একজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করায় সে তার চক্রের বাকি ৫ সদস্যর কথা স্বীকার করে ।
পরে কোতয়ালী থানার এস আই ফিরোজ আল মামুনের নেতৃত্বে ভাটারখাল এলাকার সালমা বোডিং এ অভিযান চালিয়ে চোর চক্রের বাকি ৫ সদস্যকে আটক সহ বেশ কিছু চোরাইকৃত জুতা জব্দ করা হয়।
এবিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (এস আই) ফিরোজ আল মামুন জানান, চৌমাথা এলাকায় বেশ কিছুদিন যাবত জুতা চুরির ঘটনার খবর শোনা যাচ্ছিলো। এমন কয়েকটি অভিযোগ আমাদের কাছে আসলে আমরা চৌমাথা এলাকা নজরদারিতে রাখি এবং প্রথমে একজনকে আটক করা হয় তারপর সে তার বাকি সদস্যদের কথা স্বীকার করে।