বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুর হাই স্কুল ও কলেজ এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি গাঁজা। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সিরাজ গাজী (৪০), বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দি গ্রামের মো. আব্দুল জব্বার গাজীর ছেলে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সিরাজ গাজীকে আটক করা হয়।
এই ঘটনায় র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. জিল্লুর রহমান বাদী হয়ে নগরের বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।