বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
বরিশাল জেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি দুইজনকে আটকের পর তাদের ১০দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।
শনিবার সকালে কামারপাড়া, শায়েস্তাবাদ ও মীরগঞ্জ উপকূলীয় অঞ্চলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।
আটককৃত ২ জনকে কারেন্ট জালসহ হাতেনাতে ধরা হয় এবং ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ হাজার মিটার চরঘেড়া জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রসিকিউসন অফিসার হিসাবে অভিযোগ দাখিল করেন। অভিযোগ আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় নৌ-পুলিশের বরিশাল সদর নৌ-থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, কোস্টগার্ডের বেলায়েত হোসেন সিপিও(সিডি) ও অন্যান্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।