বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেছেন, ভারত তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সাথে আলোচনায় বসতে আগ্রহী।
তিনি আরও বলেন, তিস্তার পানি সুষম বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান করা হবে। উভয় দেশের মন্ত্রণালয় এব্যাপারে সক্রিয় রয়েছে। অদূর ভবিষ্যতে ভারতের সাথে এব্যাপারে বৈঠক করা হবে। ভারত বন্ধু প্রতিম দেশ। তাদের সাথে সুসম্পর্ক রয়েছে। ভারতের পানি সম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানানো হয়েছে। ভবিষ্যতে এসমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।
শনিবার বরিশাল সদর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।