বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
প্রতিবন্ধীরা এখন আর একানয়, তাদের পাশে রয়েছে দেশ ও সমাজ। তারা এখন আর বোঝা নয়, তারাও স্বাভাবিক মানুষের মত সব ধরনের কাজ করতে সক্ষম। তাই তাদের কর্মসংস্থানের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। আমাদের সাথে নিয়ে চলতে হবে।
বুধবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোশ্যে বরিশাল জেলার ব্যবস্থায়ীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসব কথা বলেন।
বরিশাল জেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটি ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন তালুকদার। সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক বরিশালে উপ মহাব্যবস্থাপক জালিস মাহামুদ, বিসিক শিল্প মালিক সমিতির সহসভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানীর নাগরিক সায়মুল ব্রিজার, কেমিষ্ট ল্যাব লিমিটেডের জিএম কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গির কবির, মহিলা চেম্বার অব কমার্স এর সভাপতি বিলকিস আহম্মেদ লিলি প্রমুখ।