বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
৬৯ এর গনঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫১তম মৃত্যুবার্ষিকীতে বরিশালে আলোচনা সভা ও গনসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।
আজ সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শহীদ আসাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, নজরুল হক নিলু, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল, একে আজাদ প্রমূখ। আলোচনা সভা শেষে বরিশাল সাংস্কৃতিক ইউনিয়ন গনসঙ্গীত পরিবেশন করেন।