শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রাজপথের আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করা হবে ।। নেছার উদ্দিন জাফর বিদ্যালয়ের ভবন নির্মান কাজের অনিয়মের অভিযোগ। কাজ বন্ধ কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর
বরিশালে শিশু একাডেমির জন্য নিজস্ব জমি ও ভবনের দাবি

বরিশালে শিশু একাডেমির জন্য নিজস্ব জমি ও ভবনের দাবি

Sharing is caring!

বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ভিপি সম্পত্তি লীজ প্রদানের দাবি জানিয়েছেন সুশীল ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। পাশাপাশি তারা একটি ভবনের দাবীও জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ নিয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে হস্তান্তর করেছে সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতার মাধ্যমে আগামী প্রজন্মকে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার জন্য এবং বরিশালের শিশুদের মেধা ও মননশীলতা বিকাশ ও সৃজনশীল দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির বরিশাল কার্যালয় কাজ করে আসছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অন্যান্য জেলার মত শিশুদের অন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় এর নিজস্ব কোন ভবন নাই। বর্তমানে একটি ভাড়া বাড়িতে জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার ফলে সীমিত পরিসরের মধ্যে শিশুদের বিভিন্ন কর্মকান্ড যেমন- বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রমসহ, প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কার্যক্রম, কম্পিউটার প্রশিক্ষণ, নাশনাল চিলড্রেন টাঙ্কফোর্স (এনসিটিএফ) কার্যক্রম, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ অন্যান্য কর্মকান্ড পরিচালিত হচ্ছে। ফলে শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নে ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

শিশু একাডেমির নিজস্ব ভবন না থাকার কারনে প্রয়োজনের তুলনায় সীমিত হয়ে পড়ছে শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত সরকারী বিভিন্ন কর্মপ্রক্রিয়াও। জেলা পর্যায়ে একটি মানসম্মত শিশু পাঠাগার এবং শিশু যাদুঘর যেমন স্থানাভাবে স্থাপন করা যাচ্ছেনা পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় শহরের মধ্যবর্তী স্থনে না হওয়ায় শহরের সকল স্থান থেকে একাডেমি কার্যালয়ে শিশুদের গমনাগমন এবং অভিভাববদের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ বাধাগ্রস্থ হচ্ছে। শিশু অধিকার বাস্তবায়নের জন্য বর্তমান সদাশয় সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে আসলেও জেলা কার্যালয়ের নিজস্ব ভবন না থাকার কারণে বরিশালের শিশুদের সামগ্রিক বিকাশের কর্মকাণ্ড একদিকে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে, তেমনি একটি বিরাট সংখ্যক শিশুর অংশগ্রহণও সীমিত হয়ে পড়ছে।

বরিশাল একটি বিভাগীয় শহর। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এ জেলার অসামান্য অবদান জাতীয় ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। এর প্রাসঙ্গিকতায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের কাছে এ জেলার মানুষের প্রত্যাশা অনেক বেশি। এ প্রত্যাশা পুরণে তথা শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত সরকারের প্রতিশ্রুতি যথাযথভাবে মৃর্তমান করার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির জন্য এ শহরে একটি নিজস্ব ভবণ থাকা অপরিহার্য্য হয়ে পড়েছে।

বরিশালের সাংস্কৃতিক সংগঠন, শিশু সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে স্মারকলিপিতে জেলা প্রশাসকের নিকট বরিশালের শিশুদের স্বার্থে বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের জন্য একটি ভবন বরাদ্দের দাবী জানানো হয়েছে। সেক্ষেত্রে বরিশাল সদরের ৫০ নম্বর বগুরা আলেকান্দা মৌজার ৩৬০৭ দাগের সম্পতিটুকু ও ভবনসহ বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের নিকট লিজ প্রদানের জন্য অনুরোধও জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, সহ-সভাপতি মিন্টু কর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, বরিশাল শিশু থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, ব্রজমোহন থিয়েটারের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হাওলাদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD