রবিবার, ১১ মে ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
বরিশাল সিটি মার্কেটের কাঁচা বাজারে আকস্মিক অভিযান চালিয়ে দুটি ভিডিও গেমস এর দোকান সীলগালা এবং ৭টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি ক্যারম বোর্ড খেলার নামে জুয়ার আসর বন্ধ করে সকলকে সতর্ক করে দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।
তিনি বলেন, আকস্মিকভাবে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ক্যারম বোর্ড খেলার নামে জুয়ার আসর পন্ড করে দেয়া সহ সকলকে সতর্ক করে দেয়া হয়েছে।
এছাড়াও মার্কেটের মধ্যে থাকা দুটি ভিডিও গেমসের দোকান সীলগালা করা হয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ’র জায়গায় অবৈধ ভাবে স্থাপন করা সাতটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এই অভিযান অব্যহত থাকবে এবং কীর্তণখোলা নদী রক্ষায় নানা ধরণের পদক্ষেপ গ্রহণের কথা জানান আজমল হুদা মিঠু সরকার।
অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।