শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
 
								
                            
                       
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর সরকারি বিএম কলেজের জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর এই ধরণের ঘটনা যাতে না ঘটে তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান বক্তারা।
মানববন্ধনের পরে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।