বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
বরিশালে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদে মহানগর মুক্তিযোদ্ধাদের মাঝে এই কম্বল বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ত্রাণ ও তহবিল থেকে পাওয়া এই কম্বলের মধ্যে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও বরিশাল জেলার ১০ উপজেলায় ১শ এবং মহানগর এলাকায় মোট ১ হাজার ৪শ কম্বল পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে।