শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায় রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড,বেকার ভাতা ও নারী উন্নয়নে কাজ করবে বিএনপি …..এবিএম মোশাররফ হোসেন প্রেসক্লাব পটুয়াখালী”‘র আহ্বায়ক নাজিম উদ্দিন সদস্য সচিব আল-আমিন ‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলা অনুষ্ঠিত বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইসলামীক রিচার্স সেন্টার বাস্তবায়নের দাবিতে মুসলিম ইনস্টিটিউটের মানববন্ধন সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা।বিকাশ কর্মী নি/হ/ত পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে সতেরো বছর পর জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন! শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানের সাথে নৃত্য, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালী বাউফলে কৃষক দলের নেতার উপর হামলা বিচারের দাবিতে প্রতিবাদে নিন্দা ভিক্ষব মিছিল
চুরি করা চিত্রনাট্যে দীপিকার ‘ছপাক’

চুরি করা চিত্রনাট্যে দীপিকার ‘ছপাক’

Sharing is caring!

১০ জানুয়ারি মুক্তি পেতেছে মেঘনা গুলজার পরিচালিত ও দীপিকা পাড়–কোন অভিনীত ‘ছপাক’। এ ছবির প্রযোজকও দীপিকা। কিন্তু মুক্তির আগেই আইনি জটিলতায় ‘ছপাক’। ছবির আরেক প্রযোজক রাকেশ ভারতী দীপিকা ও পরিচালক মেঘনার নামে স্বত্ত্বভঙ্গের অভিযোগ দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে।

রাকেশ ভারতীর অভিযোগ, ‘ছপাক’ ছবির চিত্রনাট্য তার লেখা। সেখান থেকে চুরি করে এই ছবি নির্মাণ করা হয়েছে। প্রযোজকের দাবি, অ্যাসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে তিনি এবং তার ছেলেই পরিকল্পনা করেছিলেন। ২০১৫ সালের মে মাসে ‘ব্ল্যাক ডে’ নামে একটি ছবি তারা রেজিস্ট্রেশনও করান।

রাকেশ আরও দাবি করেন, একাধিক অভিনেতার সঙ্গে এই ছবি নিয়ে কথা বলেছেন তিনি। সে তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কঙ্গনা রানাওয়াত। এছাড়া ছবির প্রযোজনা করার জন্য ফক্স স্টার স্টুডিওর সঙ্গেও নাকি তার কথা হয়েছে।

রাকেশ জানান, ফক্স স্টার স্টুডিওতে তার চিত্রনাট্য জমা করেছিলেন। এমনকী কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মসের সঙ্গেও কথা হয়েছিল। এরা অনেকেই ছবিটি তৈরির আগ্রহ দেখিয়েছিলেন।

তার অভিযোগ, সেখান থেকেই কেউ চিত্রনাট্যে কিছু পরিবর্তন করে সেটিকে ‘ছপাক’ নামে বিক্রি করে দেয়। যদিও দীপিকা বা ‘ছপাক’ টিমের কেউই এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ছবিটির সহ-প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও, দীপিকার কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মস।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে বাস্তবের অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। তার সঙ্গে ছবিতে দেখা যাবে বিক্রান্ত মাসিকে। ২০১৮ সালে ‘পদ্মাবত’ মুক্তি এবং রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর এটি দীপিকার প্রথম ছবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD