শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি।।
ভোলা জেলা সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে অত্র জেলার নিয়মিত মাদক অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তারই ধারাবাহীকতায় পুলিশ সুপারের নির্দেশক্রমে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনায়েত হোসেনের তত্বাবধায়নে সদর থানার এসআই মোঃ বশির উদ্দীন খান সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় সোমবার ১৪অক্টোবর ২০১৯ইং রাত্র অনুমান ৯টা ২০মিনিটের সময় আলীনগরে মাদক বিক্রয়ের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও আসামী মোঃ জুয়েল (২৩), পিতা-লোকমান হোসেন খলিফা, সাং-সাচিয়া, ০৫নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন, থানা ও জেলা-ভোলাকে ৩০ (ত্রিশ) পিচ ইয়বা ট্যাবলেট সহ ঘটনাস্থল ভোলা থানাধীন আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সাচিয়া সাকিনের জনৈক মোঃ লোকমান খলিফার বাড়ী/দর্জি বাড়ীর বসত ঘরের সামনের উঠান হইতে তাহাকে আটক করে ভোলা সদর থানায় নিয়ে আসে।
এব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মোঃএনায়েত হোসেন জানান,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে গোপন একটি সংবাদের ভিত্তিতে আমরা কুখ্যাত এই মাধক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। তাহার বিরুদ্ধে মাদকের প্রচলিত আইনে অনুযায়ী মামলার প্রস্ততি সম্পন্ন শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরনের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি আরো বলেন ভোলা জেলাকে মাদকমুক্ত করতে ভোলার সাধারন জনগন সহ সকলের সহোযোগিতা একান্ত কামনা করেন ভোলা সদর থানার ওসি মোঃএনায়েত হোসেন