বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
রাঙ্গাবালীতে পুলিশের কাজে বাঁধা দেয়ায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালী। পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুলিশের কাজে বাঁধা দেয়ায় এক যুবককে ৩ মাসের কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো.মাশফাকুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত যুবকটি হলো- উপজেলার নিজ হাওলা গ্রামের বাবুল মীরের ছেলে মো.পরান মীর(২৩)।
জানাগেছে, শুক্রবার বিকেলে রাঙ্গাবালী থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করতে যায়। এসময় আসামীকে গ্রেফতারে বাঁধা দেয় পরান। একপর্যায়ে আসামীকে পালাতেও সহযোগীতা করে সে। এ কারণে পুলিশ পরানকে আকট করলে পুলিশকেও লাঞ্চিত করার চেষ্টা করেন পরান। পরে সন্ধার দিকে ভ্রম্যমাণ আদালত পরানকে সাজা প্রদান করেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, সরকারী কাজে বাঁধা দেয়ায় দন্ডবিধি ১৮৬ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে যানাযায়।