বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় জমি জামার জেরে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে চান মিয়া।
আসামীরা হলেন আ: মতলেব হাওলাদার (৫০), মুসা হাওলাদার (৩৫), আফসার আকন ৩৫, রওশনার বেগম রসু (৪৭), আকলিমা বেগম এদের বিরুদ্ধে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং এম/পি-১২৮/২০১৯। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
উল্লেখ্য ও মামলা সূত্রে ২৭ জুলাই শনিবার বেলা ১১টার দিকে তফসিল বর্নিত জমিতে জোর পূর্বক দখল করা নিয়ে মারামারি হয়। এতে চান মিয়া গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার
করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তবরত ডাক্তার রাজিব বিশ্বাস বলেন, উন্নত চিকিৎসর জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেছি।
চান মিয়া প্রতিবেদককে বলেন, এই জমি আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া এ জমিতে প্রায় ৫৮০ বছর পর্যন্ত চাষাবাদ করে আসছি। মতলেব গং এর লোকজন জোর পূর্বক ঘর উত্তোলন করতে চেয়েছিলো তার এক পর্যায় আমি বাঁধা দিতে যাওয়ায় আসামীরা আমাকে এলোপাথারি ভাবে মারধর করতে থাকে আমার ডাকচিৎকারে এলাকাবাসি এসে পড়লে মারধরকারিরা পালিয়ে যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, মামলা হয়েছে আসামী ধরার চেষ্টা চলছে।