রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় চোলাই মদসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার রামপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমান (৪০), পেওরাইদ গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে কড়িহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক কাইয়ুম (৩৬) ও তরুণ গ্রামের আ. মান্নানের ছেরে যুবলীগ নেতা জুয়েল হোসেন (৩৮)।
কাপাসিয়া থানার এসআই মো. আ. রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তার মোড় থেকে ২ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।