বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স: দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচীর মাধ্যমে হরতাল পালন করা হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে নেতাকর্মীরা নগরের জেল খানা মোড়, অশি^নী কুমার টাউন হল, কাকলীর মোড়ে অবমস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ এবং অফিসগামীরা পড়েন চরম বিপাকে। এদিকে হরতালের সমর্থনে বাম জোটের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলেও পুলিশ প্রশাসন ছিলো একেবারে নিশ্চুপ। সকাল ৬টায় নগরের সদর রোডের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বাম জোটের নেতাকর্মীরা।
তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা নিত্য পন্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। বিক্ষোভ ও অবস্থান চলাকালে বিভিন্ন যানবাহন চলাচলে বাঁধা দেয় তারা। এ কারণে সদর রোডে যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন চলাচল ছিলো কম। এতে ভোগান্তিতে পড়েন সদর রোডে চলাচলকারীরা। সকাল ১০ টার পর সদর রোডের কিছু দোকান খুলতে শুরু করেন মালিকরা। পরে হরতাল শেষে সব দোকানপাট খুলতে দেখা যায়।
এদিকে হরতালের প্রভাব শুধু সদররোড এলাকায় সিমাবদ্ধ ছিল। এছাড়া নগরের কোথাও এর প্রভাব পড়েনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে বাম গণতান্তিক জোটের অর্ধদিবস হরতাল বরিশালে সফল হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। এদিকে, সারাদেশে হরতালে বাম গণতান্ত্রিক জোটের ১৬ নেতাকর্মীদের গ্রেফতার ও হামলার প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।
বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল সফল করায় বরিশালবাসীকে শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ বলেন, বাসদসহ বাম জোটের নেতাকর্মীরা সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান করলেও হরতালে নগরে গাড়ি চলাচল ছিল খুবই সীমিত। বেশিরভাগ শ্রমিক দ্রব্যমূল্য কমানোর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে গাড়ি নিয়ে রাস্তায় নামেনি। যেসব গাড়ি নেমেছে তার চালক ও যাত্রীরা ও হরতালের কথা শুনে গাড়ি থেকে নেমে হরতালে সংহতি জানিয়েছে।