বুধবার, ১৪ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণাঞ্চলে ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৭ লাখ পরিবার

দক্ষিণাঞ্চলে ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৭ লাখ পরিবার

Sharing is caring!

এস এল টি তুহিন: দক্ষিণাঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলার প্রায় ৭ লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চলতি মার্চ ও আগামী মাসে প্রায় ৩০ হাজার টন চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরে ‘ওএমএস’ কার্যক্রমের আওতায় নগরী ছাড়াও এ অঞ্চলের প্রায় ২৫টি পৌর এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে নগরীতে ১৯ জন এবং অন্য পৌর এলাকার ডিলারগনও প্রতিদিন ২ টন করে চাল ও এক টন করে আটা বিক্রি করছেন।

সরকার চালের বাজার নিয়ন্ত্রনে এ কার্যক্রম গ্রহন করলেও ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম বছরে মাত্র ৫ মাস অব্যাহত থাকায় তার খুব প্রভাব বাজারে পড়ছে না বলেই মনে করছেন পর্যবেক্ষকগন। চালের বাজার নিয়ন্ত্রনে এ কার্যক্রম বছরের অন্তত ৮ মাস চালু রাখার কথা বলেছেন ওয়াকিবাহল মহল। বর্তমান মার্চ এবং এপ্রিল ছাড়াও আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশের মত দক্ষিণাঞ্চলের ৬ জেলার প্রায় ৭ লাখ পরিবার ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

পাশাপাশি ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারনের কথাও বলা হয়েছে বাজার পর্যবেক্ষকদের তরফ থেকে। বর্তমানে নগরীর ৩০টি ওয়ার্ডে একজন করে ডিলার নিয়োগের কথাও বলা হয়েছে। পাশাপাশি অন্য পৌর এলাকাগুলোতেও দুটি ওয়ার্ডের জন্য একজন করে ডিলার নিয়োগের কথা জানিয়েছেন বাজার পর্যবেক্ষকগন।

অপরদিকে রমজানকে সামনে রেখে রোজার আগে ও মাঝামাঝি সময়ে দুই দফায় দক্ষিণাঞ্চলের সাড়ে ৩ লাখ পরিবার ভর্তূকি মূল্যে টিসিবি’র মাধ্যমে খাদ্য পণ্য পবে বলে জানিয়েছে বরিশালের বিভাগীয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বেশীরভাগ মানুষই ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রির বিষয়টি জানেন না। এমনকি বেশীরভাগ ডিলারের দোকানে সাইন বোর্ড পর্যন্ত নেই। দোকানের সামনে দৃশ্যমান স্থানে বিক্রি কার্যক্রমের সময়সূচী পর্যন্ত নেই বেশীরভাগ দোকানে। এসব বিষয়ে খাদ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করা হলে, ‘ডিলার নিয়োগের বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল’ বলে জানানো হয়। তবে ডিলারদের দোকানে সাইনবোর্ড সহ সময়সূচী যাতে দৃশ্যমান হয় সে লক্ষ্যে নজরদারী বাড়ানো হবে বলে জানান তারা।

বর্তমানে নগরীর বাইরে জেলার ১০টি উপজেলার ১ লাখ ৬০ হাজার ৭৩৬ টি পরিবার ১০ টাকা কেজি দরে চাল কেনার সুবিধা পাচ্ছেন। অনুরূপভাবে পটুয়াখালীতে ১ লাখ ১৮ হাজার ৯১৩ , ভোলাতে ৮৩ হাজার ৪৩৭, পিরোজপুরে ৩৫ হাজার ৮০৯, বরগুনাতে ৫৫ হাজার ৮০৪ ও ঝালকাঠীতে ৩২ হাজার ১৪০টি পরিবার এ সুবিধার আওতায় রয়েছেন। জনসংখ্যার অনুপাত সহ আর্থÑসামাজিক অবস্থার বিবেচনায় ১০ টাকা কেজি দরে চাল সংগ্রহের কার্ড প্রদান করা হয়ে থাকে বলে খাদ্য অধিদপ্তর জানিয়েছে। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাছাই ও তদারকি কমিটি কাজ করে থাকে বলেও জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

দক্ষিণাঞ্চলের বাজারে বিভিন্ন খাদ্যপণ্যের দাম এখন সাম্প্রতিক বছরগুলোর সর্বোচ্চ পর্যায়ে । চালের কেজি সর্বনিম্ন এখন ৪০ টাকার ওপরে। এ অঞ্চলে সয়াবিন তেল ১৮০ টাকা, চিনি ৮৫ টাকা, আটা ৩৮/৪০ টাকা, মুসুর ডাল ১শ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপরন্তু রান্নার গ্যাসের দাম গত এক বছরে প্রায় দ্বিগুন বেড়ে এখন ১ হাজার ৪৫০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরকারী এসব পদক্ষেপ বাজারে কতটা ইতিবাচক প্রভাব ফেলে তা দেখার অপেক্ষায় পর্যবেক্ষকমহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD