বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
এস এল টি তুহিন: আজ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান এর নেতৃত্বে জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উপলক্ষ্যে অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ মোঃ আব্বাস উদ্দিন খান, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা শাখা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিকসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার বিতরণ করা হয়।