বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক
সুষ্ঠূ নির্বাচন হ‌লে জয় পরাজয় মেনে নেয়ার অঙ্গীকার ক‌রলেন ব‌রিশাল ৩ আস‌নের প্রার্থীরা

সুষ্ঠূ নির্বাচন হ‌লে জয় পরাজয় মেনে নেয়ার অঙ্গীকার ক‌রলেন ব‌রিশাল ৩ আস‌নের প্রার্থীরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : সুষ্ঠূ নির্বাচন হ‌লে জয় পরাজয় মেনে নেয়ার অঙ্গীকার ক‌রে‌ছেন ব‌রিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আস‌নের সকল প্রার্থীরা।  ‌শ‌নিবার (২২ ডি‌সেম্বর) বেলা সা‌ড়ে ১১ টায় ব‌রিশা‌লের বাবুগঞ্জ উপ‌জেলায় রহমতপুর মাধ্য‌মিক ‌বিদ্যালয় মা‌ঠে সুজন আ‌য়োজিত জনগ‌নের মু‌খোমু‌খি অনুষ্ঠা‌নে এই  ওয়াদা ক‌রেন প্রার্থীরা।  ত‌বে তারা সুষ্ঠু, অবাধ ও নির‌পেক্ষ নির্বাচ‌নের প্র‌তিশ্রু‌তি চে‌য়ে‌ছেন। অনুষ্ঠা‌নে ৬ প্রার্থীর মধ্যে ৬ জনই উপস্থিত ছি‌লেন।  ‌বিকল্পধারার প্রার্থী তার বক্ত‌ব্যে ব‌লেন, মোঃ এনা‌য়েত ক‌বির তার বক্ত‌ব্যে ব‌লেন, আ‌মি নির্বা‌চিত হ‌লেও জনগ‌নের পা‌শে থাক‌বো, না হ‌লেও থাক‌বো। আর আ‌মি নির্বা‌চিত না হ‌য়ে অন্য কেউ হ‌লে তার পা‌শে থেকে ভা‌লো কা‌জে সহায়তা কর‌বো। তি‌নি ব‌লেন, বাবুগ‌ঞ্জের আ‌ড়িয়াল খা ও মুলাদীর জয়ন্ত নদী‌তে দু‌টি ব্রিজ নির্মান ক‌রে মাত্র ১৩০ কি‌লো‌মিটার প‌থে ঢাকা যাওয়া সম্ভব। যা নি‌য়ে আ‌মি আগেও ব‌লে‌ছি নির্বা‌চিত হ‌লে এ নি‌য়ে কাজ কর‌বো। মহা‌জো‌টের নৌকা প্রতী‌কের প্রার্থী টিপু সুলতান ব‌লেন, যে প্রার্থী জয়ী হ‌বে তার পা‌শে থে‌কে সর্বাত্মক সহ‌যোগীতা কর‌বো। পাশাপা‌শি বাবুগঞ্জ ও মুলাদীর সা‌র্বিক উন্নয়‌নে কাজ করবো। ঐক্যফ্র‌ন্টের ধা‌নের শীষ প্রতী‌কের প্রার্থী জয়নুল আবেদীন বলেন, জনগনের গনতন্ত্র প্র‌তিষ্ঠার ল‌ক্ষে এ নির্বাচন। অ‌বহে‌লিত এ অঞ্চ‌লে উন্নয়ন ঘটা‌নোর প‌রিকল্পনা আমার আ‌ছে। এম‌পি‌দের কাজ আইন প্রনয়ন করা কিন্তু তারা তা না ক‌রে গম ভাগাভা‌গি ক‌রেন। নির্বা‌চিত হ‌লে উন্নয়‌নের দা‌য়িত্ব আমার কা‌ধে বর্তা‌বে, ত‌বে তা তৃনমু‌লের সবার মতামত নি‌য়ে কর‌বো। বাবুগ‌ঞ্জে নির্বাচ‌নের প‌রি‌বেশ ভা‌লো র‌য়ে‌ছে। আশাক‌রি ভো‌টের দিন পর্যন্ত এমন থাক‌বে এবং আপনারা ভোটাররা কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দি‌য়ে পছ‌ন্দের প্রার্থী নির্বা‌চিত কর‌বে। ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শের প্রার্থী মুহাম্সদ সিরাজুল ইসলাম ব‌লেন, আ‌মি নির্বা‌চিত হ‌লে প্রথ‌মে আমার নির্বাচনী এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত করা হ‌বে। নির্বা‌চিত হ‌লে এলাকার প্রত্যন্ত অঞ্চ‌লের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, ভাঙ্গুলী‌দের পুনর্বাসন করা, রাস্তাঘা‌টের উন্নয়নসহ সা‌র্বিক উন্ননন কর‌তে চাই। আর য‌দি নির্বা‌চিত না হ‌তে পার‌লেও জনগ‌নের পা‌শে থাক‌বো, জনগ‌নের উন্নয়‌নে কাজ কর‌বো। ট্রাক প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী আ‌তিকুর রহমান ব‌লেন, এখা‌নে অ‌নেক বড়‌নেতা ক্ষমতায় ছি‌লেন কিন্তু বাবুগঞ্জ-মুলাদীর আশানুরুপ উন্নয়ন কর‌তে পা‌রেন‌নি। আ‌মি নির্বা‌চিত হ‌লে মীরগঞ্জের আ‌ড়িয়াল খা ন‌দে সেতু নির্মা‌নের মধ্য দি‌য়ে বাবুগঞ্জ ও মুলাদী উপ‌জেলার সা‌থে বহুল কা‌ঙ্খিত সড়কপ‌থের সং‌যোগ ঘটা‌নো হ‌বে। যারকাজ নির্বা‌চিত হওয়ার ১ বছ‌রের ম‌ধ্যে শুরু করা হ‌বে। এছাড়া অব‌হে‌লিত এ অঞ্চ‌লের উন্নয়‌নের জন্য সা‌র্বিক কাজ করা হ‌বে। এককথায় আ‌মি লুটপাট, দু‌র্নিতী ও দুঃশাস‌নের বা‌হি‌রে থে‌কে কাজ কর‌তে চাই। জাতীয় পা‌র্টির লাঙ্গল প্রতী‌কের প্রার্থী গোলাম কি‌বিরয়া টিপু ব‌লেন, মানুষ‌কে শা‌ন্তি দি‌তে হ‌বে, যা‌তে তারা শ‌ন্তি‌তে থাক‌তে পা‌রে সেই কাজ কর‌বো। আমি এ অঞ্চ‌লের উন্নয়‌নে এমন কিছু কর‌তে চাই, যা ইতিহা‌সে লেখা থাক‌বে। সুজ‌নের বাবুগঞ্জ উপ‌জেলা ক‌মি‌টির সভাপ‌তি খা‌লেদা ওহাব এর সভাপতিত্বে আ‌য়ো‌জিত অনুষ্ঠানে বক্তৃতা ক‌রেন ব‌রিশাল জেলার সমন্বয়কারী মে‌হের আফ‌রোজ, উপ‌জেলা ক‌মি‌টির সাধারন সম্পাদক আ‌রিফুর রহমান মুন্না প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD