শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
দেশের কিংবদন্তি গীতিকার ও সুরকার আব্দুল লতিফ স্মরনে বরিশালের আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে।
বুধবার রাতে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মরন সভায় আব্দুল লতিফ স্মৃতি সংসদ উজিরপুর উপজেলা শাখার সভাপতি এইচএম গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও প্রনতি বিশ্বাস, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, আব্দুল লতিফ স্মৃতি সংসদের জেলা সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ অন্যরা। পরে শিল্পীরা আব্দুল লতিফ স্মরনে গান ও নাচ পরিবেশন করে। আব্দুল লতিফ ১৯২৭ সালে বরিশালের সদর উপজেলার রায়পাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলাদেশের অনেক জনপ্রিয় গানে রচয়িতা। এছাড়া আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের প্রথম সুরকার। ১৯৯৭ সালে তাঁকে একুশে পদক এবং সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যু বরণ করেন।