শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
বরিশালে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড শাখায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
পাশাপাশি পার্সেল সার্ভিসের ম্যানেজারসহ ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের সিএন্ডবি রোডের রেইনবো কার্যালয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আবদুল হালিম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ ব্যাগ জব্দ করা হয়।
একই সঙ্গে পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য পরিবহন ও মজুত করার অপরাধে রেইনবোর ম্যানেজার মো: শাহাদাত হোসেন ও মো: হুমায়ুন কবির প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়৷
এছাড়াও প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে মোবাইল কোর্ট৷