শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে অধ্যাপক আ ফ ম বাহরুল আলমকে।
তিনি এর আগে বরিশাল সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন।
বুধবার বরিশাল শিক্ষাবোর্ডে যোগদান করতে পারেন বলে জানিয়েছেন অধ্যাপক বাহারুল।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আ ফ ম বাহরুল আলমকে নতুন সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে এই পদে দায়িত্বরত ছিলেন অধ্যাপক বিপ্লব কুমার ভট্রাচার্য্য।