শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
বরিশাল বানারীপাড়া সড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেল সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ওই সড়কের গাবতলা এলাকায় ওই ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য তাজুল ইসলাম স্বপন (৫২) নিহত হয়। তাজুল বানারীপাড়ার চাখারের মাদারকাঠি এলাকার বাসিন্দা।
জানা গেছে, মোটরসাইকেল যোগে তাজুল চাখার থেকে বরিশালের দিকে আসছিলো এবং থ্রি হুইলার মাহিন্দ্রাটি বানারীপাড়ার দিকে যাওয়ার সময় গাবতলা নামক স্থানে বসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হলে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। এতে প্রায় দেড়ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক পুলিশের বানারীপাড়ার দায়িত্বে থাকা সার্জেন্ট মো: আসাদ।